দেশ বিভাগে ফিরে যান

স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কী কী বিষয়ে সরব হল তৃণমূল কংগ্রেস?

February 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতি ও শুক্রবার, দু’দিন ধরে চলল স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সূত্রের খবর, নির্ভয়া তহবিলের অর্থ খরচ না-হওয়া থেকে জঙ্গি হামলা ও সাম্প্রদায়িক হামলায় আক্রান্তদের সাহায্যের জন্য কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ব্যয় না-হওয়া নিয়ে বৈঠকে প্রশ্ন তুলেছে তৃণমূল।

জানা যাচ্ছে, নির্ভয়া তহবিলের দুই তৃতীয়াংশ অর্থ কেন খরচ হয়নি, কারাগারের আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা অর্থের তিন চতুর্থাংশ টাকা কেন অব্যবহৃত থেকে গেল? সে’প্রশ্ন তোলে তৃণমূল। কেন্দ্র শাসিত অঞ্চল আন্দামান-লাক্ষাদ্বীপের উন্নয়নের জন্য বাজেটে ৮৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও মাত্র এক লক্ষ টাকা ব্যয় করেছে কেন্দ্র, শোনা যাচ্ছে, এ’বিষয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। আদমশুমারির কাজের অতিশ্লথগতি, জঙ্গি হামলা ও সাম্প্রদায়িক হামলায় আক্রান্তদের সাহায্যের জন্য কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ ব্যয় না-হওয়া নিয়ে তৃণমূল সরব হয়েছে বলে জানা যাচ্ছে।

সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণ খাতে অস্বাভাবিক হারে বাজেট বাড়ানো হয়েছে, প্রায় ৮৩ শতাংশ। এহেন বাজেট বৃদ্ধির যৌক্তিকতা জানতে তৃণমূল বৈঠকে জোরালো সওয়াল করেছে বলে খবর।

শোনা যাচ্ছে, দিল্লির আইন-শৃঙ্খলা ও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের দাবিকে সমর্থন জানিয়েছে তৃণমূল। অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লিতে মহিলা ও শিশুদের উপর সংঘটিত অপরাধের পরিমাণ অত্যন্ত বেশি, কিনারা না-হওয়া মামলার সংখ্যাও অন্য রাজ্যের তুলনায় রাজধানীতে বেশি। উল্লেখ্য, দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যাচ্ছে, এক বিজেপি সাংসদ আন্দোলনরত কৃষকদের সিংঘু সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#External Affairs, #tmc, #Parliamentary Standing Committee

আরো দেখুন