ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে নবান্নে প্রতীক জৈন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন। তবে তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা অজ্ঞাত। এনিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মত, ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতেই উভয়ের আলোচনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ২০২৬ সালের নির্বাচনে জয় নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের পরামর্শ ও সহায়তা নিয়ে দলকে আরও শক্তিশালী করতে চাইছেন। তবে, দলের সর্বশেষ সিদ্ধান্ত সব সময় মমতা নিজেই নেন, যা দলের নেতৃত্বের দৃঢ়তার প্রতীক।
২০২৬-এর আগে শাসকদলের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। এর মধ্যেই বুধবার মমতা-প্রতীক বৈঠক নিয়ে স্বাভাবিকভাবে কৌতুহল উসকে উঠেছে বাংলার রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের এক নেতা জানিয়েছেন, দলকে সাংগঠনিকভাবে আরও জোরাল করতে যদি কোনও পদক্ষেপ করা হয় বা রদবদল করা হয়, সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ সিদ্ধান্ত নেবেন। আগামী বছর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের স্ট্র্যাটেজি কী হবে, রণনীতি কী হবে, মানুষের আরও কাছে পৌঁছে যেতে ঘাসফুল শিবির কোন পথে হাঁটবে, তার সবটাই ঠিক করবেন একমাত্র মমতা।