ওডিশায় ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস, বরাতজোরে রক্ষা যাত্রীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবার ওডিশায় ট্রেন দুর্ঘটনা! তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বরাতজোরে রক্ষা পেল যাত্রীরা। ওডিশার বালেশ্বরের কাছে চলন্ত এনজেপি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেসের ইঞ্জিনের নীচ থেকে ট্রাকশন মোটর খুলে পড়ে যায় বলে খবর। শনিবার ওড়িশার সাবিরা হল্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। প্রায় সাড়ে দুই ঘণ্টা ট্রেনটি ওড়িশার সাবিরা স্টেশনে আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন এনজেপি থেকে চেন্নাইগামী ট্রেনটি সোরো এবং মারকোনার মধ্যে আপ লাইন ধরে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে৷ এরপরেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রায় ২ ঘণ্টা ধরে ট্রেনটি আটকে ছিল স্টেশনে। ঘটনাস্থলে নতুন ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানোর চেষ্টা করা হয়৷ তবে কীভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিন নীচ থেকে একাংশ খুলে পড়ল, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ এই ঘটনায় ফের একবার রেলের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে৷ দ্রুত গতিতে চলার সময় এই ঘটনা ঘটায় ট্রেনটি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল৷
প্রসঙ্গত, ২০২৩ সালে বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালগাড়ির ওয়াগনের উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই দুর্ঘটনায় ২৯৩ জনের মৃত্যু হয়। আহত হন হাজারেরও বেশি মানুষ। তার পরেও বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে।