লাল পার্টির রাজ্য সম্মেলনে চে-র পাশে রামকৃষ্ণ! ধর্মকে আফিম বলা CPI(M)-র ধম্মে মতি দেখে অবাক জনতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার থেকে ডানকুনিতে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের জায়গায় এক প্রান্ত সেজে উঠেছে মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, হো চি মিন, মাও জে দং, চে গেভারার ছবিতে। আর অন্য প্রান্তে রয়েছে শ্রীরামকৃষ্ণের ছবি। তাঁর সংক্ষিপ্ত জীবনীও লেখা সেখানে। সেই সঙ্গে মাহেশের রথযাত্রা, তারকেশ্বর মন্দির, ব্যান্ডেল চার্চ, ফুরফুরা শরিফ, ইমামবাড়ার ছবি। মাঝখানে শোভা পাচ্ছে কাস্তে-হাতুড়ি আঁকা পতাকা। সম্মেলনের সাজগোজে ধর্মের বাড়াবাড়ি দেখে খোদ পার্টির অন্দরেই প্রশ্ন উঠেছে। শহিদ বেদিতে মাল্যদানের সময় মুষ্টিবদ্ধ হাত আকাশে তোলার বদলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রণাম করতে দেখা যায়। উঠছে প্রশ্ন, তবে কি ইহাই নব্য সিপিএম?
পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পর্যালোচনা রিপোর্টে ‘হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই’ শীর্ষক অংশে ধর্মবিশ্বাসীদের ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আনার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি তৈরি করার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দর্শনের ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ঐতিহ্য ও ধর্ম সংস্কারকদের ভূমিকা তুলে ধরতে হবে। তাই কি সম্মেলন শ্রীরামকৃষ্ণ? না-কি ধর্মকে আর অস্বীকার করছে না সিপিএম?
সর্বহারার দলের সম্মেলনে এলাহি খানা-পিনার আয়োজন নিয়েও খোঁচা দিয়েছে আম জনতা। পাশাপাশি সিপিএমের বঙ্গ লবিকে খোঁচা দিতে ছাড়েননি কেরলের কারাত। তিনি বলেন,
পশ্চিমবঙ্গে তরুণদের আন্দোলনে আনা গেলেও দলে আনা যায়নি।