নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ সারা বাংলাজুড়ে পিভিআর-আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে। অগ্রিম টিকিট বুকিংয়ে কার্যত হাউসফুল পিভিআর-আইনক্সগুলি। পিভিআর-আইনক্সে এর আগে টি-২০ বিশ্বকাপের ম্যাচও সরাসরি দেখানো হয়েছিল।
মাল্টিপ্লেক্সে কোথাও টিকিটের দাম ৩০০, কোথাও ৩৫০, কোথাও ২৫০। সাউথ সিটিতে ৫০০ টাকা। সাউথ সিটি-সহ শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান ম্যাচে ইংরাজিতে ধারাবিবরণী হবে। টিকিটের সঙ্গে অবশ্য কোনও খাবার থাকছে না। সারা বাংলাজুড়ে যত পিভিআর আইনক্স রয়েছে, প্রতিটির একটি করে হলে ১.৩০ থেকে ভারত-পাকিস্তান ম্যাচের শো রয়েছে। মাল্টিপ্লেক্সের সাউন্ড সিস্টেমে ভারত-পাকিস্তান ম্যাচের যে মেজাজ পাওয়া যাবে, তা বাড়িতে টিভির ছোট পর্দায় পাওয়া যাবে না। ইতিমধ্যেই মাল্টিপ্লেক্সগুলিতে ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাচ্ছেন।