দেশ বিভাগে ফিরে যান

অসম বিধানসভায় বন্ধ হয়ে গেল প্রায় ন’দশকের প্রাচীন নামাজ বিরতির প্রথা

February 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অসম বিধানসভায় প্রতি শুক্রবার দু’ঘণ্টার নামাজ বিরতি দেওয়া হয়। প্রায় ন’দশকের প্রাচীন সেই প্রথা বন্ধ হয়ে গেল। গত আগস্টে অধিবেশনে সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। চলতি বাজেট অধিবেশনে সে’সিদ্ধান্ত কার্যকর হল। ধর্মাচরণের প্রথা তুলে দেওয়ায় বিজেপি সরকারের সমালোচনায় সরব হন বিরোধীরা।

অসমের গেরুয়া পার্টির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম। তিনি বলেন, বিধানসভায় প্রায় ৩০ জন মুসলমান বিধায়ক রয়েছেন। এই পদক্ষেপের বিরুদ্ধেই মতামত জানিয়েছিলেন তাঁরা। কিন্তু বিজেপি সংখ্যার জোরে এই সিদ্ধান্ত চাপিয়ে দিল।

নামাজ বিরতি প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্পিকার বিশ্বজিৎ দইমারির নেতৃত্বাধীন রুলস কমিটি। স্পিকারের যুক্তি ছিল, শুক্রবারও অন্য দিনগুলির নিয়মে বিধানসভার অধিবেশন চলার প্রস্তাব পেশ করা হয়েছিল। রুল কমিটিতে সেই প্রস্তাব পেশ হওয়ার পর তা সর্বসম্মতিতে পাশ হয়ে যায়। এহেন সিদ্ধান্ত দেশের ধর্মনিরপেক্ষতার প্রতি আঘাত বলেই মত বিরোধীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #Namaz, #Assam legislative assembly

আরো দেখুন