খেলা বিভাগে ফিরে যান

প্রতিপক্ষ ওড়িশা, রবিবার ঘরের মাঠে ভারতসেরা হওয়ার সুযোগ মোহনবাগানের

February 23, 2025 | < 1 min read

প্রতিপক্ষ ওড়িশা, রবিবার ঘরের মাঠে ভারতসেরা হওয়ার সুযোগ মোহনবাগানের। ছবি সৌজন্যে: IANS

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার ঘরের মাঠে ভারতসেরা হওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। আইএসএলের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে বাগান। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। একই সংখ্যক ম্যাচ খেলে গোয়ার পয়েন্ট ৪২। দ্বিতীয় স্থানে থাকা গোয়া যদি নিজেদের বাকি তিনটি ম্যাচ জেতে তা হলে সর্বাধিক ৫১ পয়েন্ট হবে তাদের। বাগানের পয়েন্ট ইতিমধ্যেই ৪৯। আজ ওড়িশা এফসিকে হারাতে পারলেই দু’ম্যাচ বাকি থাকতেই ভারতসেরা হবে তারা।

রবিবার ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৫২। গোয়ার পক্ষে কোনওভাবেই ৫১ পয়েন্টের বেশি যাওয়া সম্ভব নয়। ওড়িশাকে হারাতে পারলে দুই ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হবে বাগান। বাগান যদি পয়েন্ট নষ্ট করে তা হলে ভারতসেরা হওয়ার অপেক্ষা আরও বাড়বে।

বাগানের হাতে এখনও রয়েছে তিনটি ম্যাচ। বিরাট কোনও অঘটনের সম্ভাবনা নেই। কোনও গোল হজম না-করে মোহনবাগান শেষ চারটি ম্যাচের চারটিই জিতেছে। ফলে পর পর দু’বার আইএসএলের লিগ-শিল্ড জেতার সুযোগ রয়েছে মোহনবাগানের। ঘরের মাঠে সমর্থকদের সামনে সেই নজির গড়তে পারে সবুজ-মেরুন। শুরু খেলা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে সরাসরি দেখা যাবে সম্প্রচার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohun Bagan, #Odisha FC, #mbsg, #indian super League, #ISL

আরো দেখুন