বিপুল অঙ্কের মার্কিন অনুদান পেয়েছেন মোদী? ট্রাম্পের দাবি ঘিরে ঘনাচ্ছে রহস্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন অনুদান পেয়েছেন মোদী? ভারতকে ২ কোটি ১০ লক্ষ ডলার বা ১৮২ কোটি টাকা দেওয়ার মার্কিন নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনদিন ধরে তোপ দেগে চলেছেন। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নরদের সম্মেলনে ট্রাম্প বলেন, “১৮২ কোটি টাকা দেওয়া হচ্ছে আমার বন্ধু, ভারতের মোদীকেই!” বিজেপি দাবি করে চলেছে, “ওই টাকা কংগ্রেস পেয়েছে। ভারত ও মোদী বিরোধী চক্রান্তের জন্যই রাহুল গান্ধীর মাধ্যমে কংগ্রেস এই বিদেশি অনুদান পাচ্ছে।” অন্যদিকে, কংগ্রেস দাবি করেছে, ২০১২ সালে এভাবেই আন্না হাজারের আন্দোলনে বিদেশি অনুদান এসেছিল। সুফল পেয়েছেন দু’জন—কেজরিওয়াল এবং মোদী। বিদেশ থেকে অনুদান আসলে রিজার্ভ ব্যাঙ্ক সব জানতে পারে। বিজেপির কাছে শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছে কংগ্রেস।
পূর্বতন বাইডেন সরকারের সমালোচনা করে বৃহস্পতিবার ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন, ভোটার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আমেরিকা কেন ২ কোটি ১০ লক্ষ ডলার করে দিচ্ছে? বিশ্বের সবথেকে বেশি ট্যাক্স আদায় করে ভারত। টাকা দেওয়ার দরকারই নেই। দ্বিতীয় দিন, শুক্রবার ট্রাম্পের মন্তব্য, যে অর্থ ভারতকে দেওয়া হচ্ছে, সেটা ঘুষ ছাড়া কিছু নয়। কাকে ঘুষ? কেন ঘুষ? শনিবার ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রে দেখা গেল তাদের অন্তর্তদন্ত বলা হচ্ছে, ভারতকে অনুদান দেওয়ার এমন কোনও মার্কিন সরকারি প্রকল্পই নেই। এরপরই খোদ ট্রাম্প বললেন, “আমার বন্ধু ভারতের মোদী এই ২১ মিলিয়ন ডলার কেন দেওয়া হচ্ছে, বুঝতেই পারছি না। ভোটার বাড়ানোর জন্য?”
ওয়াশিংটন পোস্ট বলছে, কোনও সরকারি অনুদান প্রকল্প নেই। স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প টাকার অঙ্ক উল্লেখ করে বলছেন, ১৮২ কোটি টাকা দেওয়া হচ্ছে। তবে কি সরকারি নিয়মের বাইরে গিয়ে ‘অনুদান’ দেওয়া হচ্ছে। তবে বিজেপির সাফাই, বাংলাদেশের ২ কোটি ৯০ লক্ষ ডলারের সঙ্গে ভারতের ২ কোটি ১০ লক্ষ ডলার অনুদান নিয়ে বিভ্রান্তির জাল তৈরি করছে। ট্রাম্প তথ্য গুলিয়ে ফেলছেন। মার্কিন প্রেসিডেন্ট কেন বার বার বলেছেন, নরেন্দ্র মোদীকে টাকা দেওয়া হয়েছে? প্রবল অস্বস্তিতে বিজেপি ও মোদী সরকার।
কংগ্রেসের দাবি, ২০২১ সাল থেকে মোট ৬৫০ মিলিয়ন ডলার ভারতে এসেছে। সেই টাকা মোদী সরকার বা বিজেপি কী কারণে গ্রহণ করল? মহারাষ্ট্র, হরিয়ানায় ভোটার সংখ্যা লক্ষ লক্ষ বেড়ে গেল কে? ট্রাম্পের দাবি কেন নস্যাৎ করছেন না মোদী?