রাজ্য বিভাগে ফিরে যান

মণ্ডল সভাপতি বদলে স্বজনপোষণের অভিযোগ! ছাব্বিশের আগেই চরমে গেরুয়া পার্টির কোন্দল

February 24, 2025 | < 1 min read

মণ্ডল সভাপতি বদলে স্বজনপোষণের অভিযোগ! ছাব্বিশের আগেই চরমে গেরুয়া পার্টির কোন্দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক অঞ্চলের মণ্ডল সভাপতিদের তালিকা সদ্য প্রকাশ করেছে বিজেপি। এরপর থেকে দলের অন্দরে তীব্র অস্বস্তি আরম্ভ হয়েছে। গোষ্ঠীকোন্দল এবং অসন্তোষের জেরে বিজেপি কার্যত দিশেহারা। মণ্ডল সভাপতি বদলের সিদ্ধান্তে দলের একাংশ ক্ষুব্ধ হয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ১৮টি মণ্ডলের সভাপতিদের নাম প্রকাশের পর থেকে শুরু হয়েছে কোন্দল। কিছু মণ্ডলে পুরনো সভাপতিদের ফের দায়িত্ব দেওয়া হলেও, বেশ কিছু মণ্ডলে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। অভিযোগ, মণ্ডল সভাপতিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে। সমাজ মাধ্যমে একের পর এক পোস্টের মাধ্যমে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেতা-কর্মীরা। গেরুয়া শিবিরে অস্বস্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির একাংশের দাবি, জেলা ও রাজ্য নেতৃত্বের একাংশ দলীয় কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, যা দলের বিপদ বাড়াচ্ছে। জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দলের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় আরও বেশি অসন্তোষ বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bankura, #bjp, #politics

আরো দেখুন