রাজ্য বিভাগে ফিরে যান

কোনওভাবেই ছাড়া হবে না বকেয়া টাকা? বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালানোর নীল-নকশা তৈরি BJP-র!

February 24, 2025 | < 1 min read

বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালানোর নীল-নকশা তৈরি BJP-র!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলের অভিযোগ, মোদী সরকার আর্থিকভাবে নাগাড়ে বঞ্চিত করে যাচ্ছে বাংলাকে। একশো দিনের কাজ, আবাস, গ্রাম সড়ক যোজনা হোক, জলজীবন মিশন, এমন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে মোদী সরকারের কাছে বাংলার প্রাপ্য অর্থের পরিমাণ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। যতই দাবি জানানো হোক বাংলার তরফে, বকেয়া টাকা কোনও না কোনও অজুহাতে আগামী দিনেও আটকে রাখা হবে। সূত্রের খবর, বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আর্থিক অবরোধ চালাতে নাকি এমনই পরিকল্পনা নিয়েছে বিজেপি এবং মোদী সরকার।

দিল্লি মডেলে বাংলার প্রচার চালানোর ভাবনাচিন্তা করেছে পদ্ম পার্টি। মোদী সরকার গরিব দরদি কিন্তু রাজ্য সরকার তার বাসিন্দাদের বঞ্চিত করছে, বাংলায় এমন প্রচার চালানোর পরিকল্পনা সাজানো হচ্ছে বিজেপির তরফে। অক্টোবর-নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এই প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ার কৌশল নিয়েছে বিজেপি। সরকারি প্রকল্পের উদ্বোধনের সংখ্যা বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে।

মঙ্গলবার রাজারহাটে কর্পোরেট ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা যাচ্ছে, শহরে এক অনুষ্ঠানে বাংলার প্রতি কেন্দ্রের ‘উদারতার’ তথ্য তুলে ধরবেন কেন্দ্রের অর্থমন্ত্রী।
রাজ্যের বকেয়া না মেটানোর জন্য কেন্দ্র নয়, নবান্ন দায়ী; এমনই দাবি মোদী সরকারেরর অর্থমন্ত্রী তুলবেন বলে জানা যাচ্ছে। মোদী সরকার রাজ্যকে কী কী দিয়েছে, সেই তথ্য তুলে ধরবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Economy, #dues, #modi govt, #bengal dues, #West Bengal

আরো দেখুন