কলকাতা পুলিশের ছাপান্ন জন পুলিশকর্মীকে পদোন্নতি দিল লালবাজার
February 25, 2025 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিশের ছাপান্ন জন পুলিশকর্মীকে পদোন্নতি দিল লালবাজার। সোমবার, কলকাতা পুলিশের এসআই ও সার্জেন্ট মিলিয়ে ছ’জন অফিসারকে ইনসপেক্টর পদে প্রোমোশন দিল লালবাজার। ৪৫ জন নন আর্মড এএসআই-কে ও আর্মড শাখার ৫ জন এএসআইকে এসআই পদে প্রোমোশন দেওয়া হয়।
২০০৯ ব্যাচের এসআই অমৃত মুখোপাধ্যায়, তন্ময় হাজরা, কাজল ঘোষ, নীলাদ্রিশেখর দুবে, বিল্টু মণ্ডলকে সোমবার ইনসপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে। কলকাতার নগরপাল মনোজ ভার্মার পিএস সার্জেন্ট অমিতাভ চক্রবর্তীকে ইনসপেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে।