খোদ কেন্দ্রের রিপোর্টে ‘হাই পারফর্মিং স্টেট’-র তালিকায় ঠাঁই পেল বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিভিন্ন রাজ্যে পঞ্চায়েতের কাজকর্ম কেমন চলছে, তা মূল্যায়ন করে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। তাতে ‘হাই পারফর্মিং স্টেট’-এ তালিকায় জায়গা পেয়েছে বাংলা। একাধিক বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যকে পিছনে ফেলে এগিয়েছে বাংলা। মূল্যায়নে ১০০-এর মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে বাংলা।
১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো একাধিক প্রকল্প খাতে রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র। বিজেপি নেতাদের দাবি, আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগই টাকা না মেলার কারণ। এবার খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট কার্যত নস্যাৎ করে দিল সেই অভিযোগ!
ছ’টি বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে। পঞ্চায়েতগুলি ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না, নিয়মিত অডিট হয় কি না, টাকা খরচ, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এসসি, এসটি ও নারী সংরক্ষণের বিধিগুলি মানা হচ্ছে কি না, ইত্যাদি ছিল মাপকাঠি। আর্থিক বিষয়গুলি মূল্যায়নের ক্ষেত্রে মূলত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন ও সেই টাকা কীভাবে খরচ করা হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর করা হয়। নিজস্ব আয় বৃদ্ধির ক্ষেত্রে পঞ্চায়েতগুলি কতটা কাজ করেছে, তাও খতিয়ে দেখা হয়েছে।
বেশ কয়েকটি রাজ্য গড় নম্বরের থেকেও কম পেয়েছে। বাংলা ছাড়া আরও পাঁচটি রাজ্য হাই পারফর্মিং স্টেট’-র তকমা পেয়েছে। দেশের মধ্যে বাংলার স্থান অষ্টম। পঞ্চায়েতের পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, কর্মীসংখ্যা সংক্রান্ত বিভাগে ১০০-র মধ্যে ৬৭.৭৬ নম্বর পেয়েছে বাংলা।