রাজ্য বিভাগে ফিরে যান

তালডাংরায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় পেল তৃণমূল

February 27, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের দেউলভিড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এই জয় তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

যদিও তৃণমূলের এই জয়কে ‘অগণতান্ত্রিক’ বলে দাবি করেছে গেরুয়া শিবির। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিতর্ক সরিয়ে যদিও এই জয়ের পরেই অকাল রঙের উৎসবে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। সূত্রের খবর, দেউলভিড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও শাসক দল ছাড়া অন্য কোন পক্ষের তরফে ন’টি আসনের মধ্যে একটিতেও কোন মনোনয়নপত্র জমা পড়েনি।

অন্যদিকে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় দাবি করেন, নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে বিরোধীরা মনোনয়নপত্র জমা না দিলে তাঁদের কিছুই করার নেই। বিজেপি যাই বলুক সমস্ত কৃষিজীবি মানুষ, কৃষি ও কৃষকের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থণ করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Taldangra, #Cooperative Bank Election, #Deulbhira Cooperative Society

আরো দেখুন