রাজ্য বিভাগে ফিরে যান

আজ Offline Day! পথে নামবে না OLA-Uber অ্যাপ ক্যাব

February 27, 2025 | 2 min read

পথে নামবে না OLA-Uber অ্যাপ ক্যাব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতায় অফলাইন ডে। অ্যাপ ক্যাবের ভাড়া পুনর্বিন্যাস, বাইক ট্যাক্সির কমার্শিয়াল নম্বর-সহ একাধিক দাবিতে কলকাতা OLA-Uber অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন (CITU) অফলাইন ডে পালন করতে চলছে। আজ, বৃহস্পতিবার চালকরা অনলাইন থাকবেন না। সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “বিভিন্ন দাবিদাওয়া আদায়ে আগামিকাল, বৃহস্পতিবার অফলাইন ডে -তে অ্যাপ-ক্যাবের চালকরা কলকাতায় মিছিল করবে। রামলীলা ময়দানে জমায়েত করে মৌলালি থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে।”

কলকাতায় প্রায় ২০-২৫ হাজার অ্যাপ ক্যাব চলে। অফলাইন ডে-র জেরে প্রায় ১০-১২ হাজার ক্যাব রাস্তায় নামবে না বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ ঘোষ বলেন, চালকদের বেশ কিছু সমস্যার কথা ওলা, উবের, ইনড্রাইভ, র‍্যাপিডো, যাত্রীসাথী এবং রাজ্য সরকারকে দীর্ঘ দিন ধরে জানানো হয়েছে। লিখিত ভাবে জানানো হয়েছে। আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। সমস্যার সমাধান হচ্ছে না।

কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের দাবি।

এগ্রিকেটর আইন অনুযায়ী প্রতি বছর অ্যাপ ক্যাবগুলির ভাড়া ঘোষণা করবে রাজ্য সরকার। ক্যাবগুলির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ন্যূনতম Non AC ২৫ ও AC ৩০ টাকা ভাড়া ধার্য করা হোক চলতি বছর। বাইক ট্যাক্সিতে প্রতি কিলোমিটারে ১২ টাকা।

রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু বাইক ট্যাক্সির কমার্শিয়াল নং প্লেট দেওয়া হয়েছে। এখনও বড় অংশ বাকি আছে। রাজ্য সরকার ঘোষণা করেছে ৩১ মার্চের পর এগ্রিকেটররা কমার্শিয়াল নম্বর ছাড়া বাইক ট্যাক্সি চালাতে পারবে না। কিন্তু লোন থাকার জন্য অনেকেই প্রাইভেট নম্বর প্লেট থেকে হলুদ নং প্লেট করাতে পারছেন না। প্রতি মঙ্গলবার রাজ্যের বিভিন্ন RTO-তে যাচ্ছে। কিন্তু হয়রানির শিকার হচ্ছে। রাজ্য সরকারকে অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে।

কলকাতায় সমস্ত CNG পাম্পগুলিতে পর্যাপ্ত CNG রাখতে হবে এবং CNG পাম্পগুলিতে যে ধরনের অশান্তি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে।

কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাবের সংখ্যা কম থাকায় আজ যাত্রীরা সমস্যায় পড়বেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#App Cab, #indrive, #yatri sathi, #Uber, #Ola

আরো দেখুন