আজ ২০২৬-এর নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে কি বার্তা দেবেন মমতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কিছুক্ষন পরে বেলা ১১টায় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের নিয়ে এই সভা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব এদিন ইন্ডোরে আসছেন। সব মিলিয়ে ১৯ হাজারের বেশি প্রতিনিধি রাজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন বলেই জানা যাচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০টির বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কংগ্রেস অফিসে সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব। বুধবার থেকেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কলকাতায় এসে তৃণমূল ভবনে যোগাযোগ করে ডেলিগেট কার্ড সংগ্রহ করেছেন।
মনে করা হচ্ছে, এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে বার্তা দেবেন, তেমন আগামিদিনে দল কীভাবে চলবে তার দিশাও দেখাতে পারেন।