বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন সুব্রত চট্টোপাধ্যায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপির রাজ্য সভাপতি কে হবেন? এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য বিজেপি নতুন সভাপতি ঘোষণা করতে পারে, যা বাংলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের জায়গায় নতুন মুখ আসতে চলেছে এবিষয়ে সকলেই নিশ্চিত। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন তেমন কোনও সাফল্য আসেনি। বরং ব্যর্থতাই দেখতে হয়েছে।
অনেকের নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন তথাগত রায় থেকে অর্জুন সিংরা। ফলে একটা জমাট বাঁধা পরিস্থিতি তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী মঙ্গলবার ঝটিকা সফরে দিল্লি গিয়ে বিজেপির সদর দফতরে দলের দুই শীর্ষ সাধারণ সম্পাদক, বি এল সন্তোষ ও সুনীল বনসলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্ব এমন কাউকে চাইছেন যাঁর গ্রহণযোগ্যতা দলের সর্বস্তরে রয়েছে। এই প্রসঙ্গে উঠে আসছে সুব্রত চট্টোপাধ্যায়ের নাম, যিনি ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে ১৮টি আসন পাইয়ে দেওয়ার অন্যতম কারিগর। বর্তমান পরিস্থিতিতে সুব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠে আসা তাৎপর্যপূর্ণ। তিনি ২০১৯ সালে দলের সাংগঠনিক সাফল্যের মূল কাণ্ডারী ছিলেন এবং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা যথেষ্ট।
দোল উৎসবের আগেই সভাপতি নির্বাচন? সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব দোল উৎসবের আগেই সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাইছে। এর জন্য রাজ্য পর্যায়ের সভাপতি নির্বাচন দ্রুত শেষ করতে হবে।