মরুদেশে কিউইদের মুখোমুখি ভারত, কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার মরুদেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। মাত্র একদিনের ব্যবধানে দুটো ম্যাচ। কোচ গৌতম গম্ভীরকে খেলোয়াড়দের বিশ্রামের দিকটাও ভাবাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালের টিকিট পাকা করেছেন রোহিত শর্মারা। রবিবার গ্রুপ শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে দুই দলের সামনেই। ভারত অবশ্য মঙ্গলবার নামছে সেমি-ফাইনালে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা কোনও একটি দেশ। সেই ম্যাচের আগে শেষবার বাইশ গজে নিজেদের পরখ করে নেওয়া সুযোগ গম্ভীরের ছেলেদের সামনে।
ঘরের মাঠে কিউইদের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃস্বপ্ন ভোলেননি রোহিতরা। আজকের ম্যাচে থাকবে বদলা নেওয়ার সুযোগও। পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন রোহিত। শোনা যাচ্ছে, কিউইদের বিরুদ্ধে রোহিতকে বিশ্রাম দিয়ে ঋষভ পন্থকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে। মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ারও ভাবনা রয়েছে। পাক ম্যাচে পায়ে অস্বস্তি হচ্ছিল তাঁর। সামিকে রবিবার না খেলানোর সিদ্ধান্ত কার্যত পাকা। মঙ্গলবার ফেরানো হতে পারে তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে খেলতে পারেন বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে। ওয়াশিংটন সুন্দরকেও আজ খেলানো হতে পারে
কিউই অধিনায়ক স্যান্টনার ছাড়াও মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসের মতো স্পিনাররা ভারতকে চাপে ফেলতে পারে। আজ ম্যাচ শুরু দুপুর আড়াইটা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে।