অধরা সুপার সিক্সের স্বপ্ন, এগিয়ে থেকেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের
March 2, 2025 | < 1min read
যুবভারতীতে ইস্টবেঙ্গল, ছবি সৌজন্যে: সমাজ মাধ্যম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্লে অফ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল লাল-হলুদ ব্রিগেড। শেষ বেলায় তীরে এসে তরী ডুবল। বেঙ্গালুরু বক্সের মাথায় ক্রেসপোর বাঁ পায়ের শটে গোল করতে ভুল করেননি মেসি। ২৭ মিনিটে অবশ্য ফের ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ বিষ্ণু।
দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে গোল শোধ করল বেঙ্গালুরু। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে বল জালে জড়ালেন সুনীল ছেত্রী। প্রথম হাফের অতিরিক্ত সময়ে অযথা মাথা গরম করে লাল কার্ড দেখলেন দিমিত্রিয়োস। ফলে লাল হলুদের চাপ বেড়ে গিয়েছিল তাকে হারিয়ে।
দশ জনে লড়াই করেও ৩ পয়েন্ট পেল না লাল-হলুদ ব্রিগেড। সেই সঙ্গে ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল।