সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে আজ জিততেই হবে ইস্ট বেঙ্গলকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেরিতে হলেও জ্বলে উঠেছে মশাল। ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে পৌঁছনোর আশা খুবই কম। কেবল নিজেদের বাকি দুটো ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে লিগের অন্যান্য ম্যাচের দিকেও। রবিবার লিগ পর্বের শেষ হোম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁর চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল। কথাবার্তা প্রায় চূড়ান্ত। টিম ম্যানেজমেন্টের ধারণা, অস্কারের আরও একটু সময় পাওয়া উচিত।
চোট আর কার্ড জোড়া ফলায় ভুগছে ইস্ট বেঙ্গল। রবিবার ম্যাচেও কার্ড সমস্যা জেরে নেই লালচুংনুঙ্গা। রক্ষণে বদল আনছেন অস্কার। শেষ কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভরসা জুগিয়েছেন ডেভিড। রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের পরিবর্তন আনতে পারেন অস্কার। প্রথম একাদশে ফিরতে পারেন রিচার্ড সেলিস।
অন্যদিকে, শুরু ভাল করেও চলতি আইএসএলে পরপর ম্যাচ হেরে অনেকটাই ছন্দহীন হয়ে পড়েছিল বেঙ্গালুরু। শেষ তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু। দারুণ ছন্দে রয়েছেন সুনীল ছেত্রী। ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে।