বিনোদন বিভাগে ফিরে যান

ফেলুদা, সোনাদা, গোরা, একেন, কাকাবাবু একের পর এক তাবড় গোয়েন্দা ফিরছেন

March 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৮ ফেব্রুয়ারি একগুচ্ছ নতুন বাংলা প্রযোজনার কথা ঘোষণা করল জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসভিএফ। গল্পের পার্বণ ১৪৩২ শীর্ষক অনুষ্ঠানে এসভিএফ ও হইচই-র যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা হল! হইচই নিয়ে আসছে ১৩টি ওয়েব সিরিজ! চলতি বছরে ও আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে ছবি ও সিরিজগুলো।

দেবকে ধ্রুব বন্দ্যোপাধ্যায় বানাচ্ছেন রঘু ডাকাত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবুর নতুন ছবি বিজয়নগরের হিরে, এবং সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটির সিক্যুয়েল কিলবিল সোসাইটির সিনেমার পোস্টার প্রকাশ্যে এল।

পরিচালক ধ্রুবর ফের আনছেন সোনাদা-কে। আবির চট্টোপাধ্যায়ের নতুন অ্যাডভেঞ্চার সপ্তডিঙার গুপ্তধন। ছোটপর্দার বামাক্ষ্যাপা-কে বড়পর্দায় নিয়ে আসা হচ্ছে। মুখ্য চরিত্রে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। পরিচালক নির্ঝর মিত্র নতুন ছবি নিয়ে আসছেন। যেখানে অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় জুটি বাঁধবেন। পাইস হোটেল ব্যবসার আড়ালে তিন ভাই-বোনের চুরি-ডাকাতির গল্প উঠে আসবে এই ছবিতে। নির্ঝরের সিনেমার নাম চোর পুলিশ ডাকাত বাবু। সিরিজের পর্দা থেকে গোরাকে বড়পর্দায় নিয়ে আসছেন ঋত্বিক চক্রবর্তী। গোয়েন্দা গোরার নতুন ভেঞ্চার গোরা-ই গন্ডগোল।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবার একেনবাবুকে নিয়ে পাড়ি দেবেন বারাণসীতে। সিনেমার নাম দ্য একেন: বেনারসে বিভীষিকা। তালিকায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কুমিরডাঙা। ফের টোটা হচ্ছেন ফেলুদা, এবারের গল্প রয়াল বেঙ্গল রহস্য কিন্তু পরিচালক বদল হয়েছে। তোপসে, জটায়ু আর ফেলুর রহস্য কিনারা পরিচালনার ভার এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের কাঁধে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengali Cinema, #SVF, #Hoichoi

আরো দেখুন