কলকাতা বিভাগে ফিরে যান

নয়া রূপে ফিরছে হলুদ ট্যাক্সি, রইল কিছু ঝলক

March 2, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে হলুদ ট্যাক্সি। বয়সের সঙ্গে সঙ্গে কালের নিয়ম হলুদ ট্যাক্সির বিদায়ের পালা আগত। তবে একেবারে বিদায় নয়! হলুদ ট্যাক্সি ফিরছে অন্য রূপে, অন্য সাজে। অ্যাম্বাসাডর নয়, অন্য একটি কোম্পানির গাড়ি ফিরছে হলুদ রঙে রেঙে। একেবারে ঝা চকচকে আধুনিক গাড়ি। সঙ্গেই মিশে আছে ঐতিহ্য। এক বেসরকারি সংস্থা চালু করল এই ইয়েলো হেরিটেজ ক্যাব। ওই সংস্থা চুক্তি বদ্ধ হয়েছে গাড়ির সংস্থার সঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হেরিটেজ ক্যাবের সূচণা করেছেন।

আপাতত ২০টি ইয়েলো হেরিটেজ ক্যাব নেমেছে পথে। আরও নামবে ধাপে ধারে। সেই হলুদ রঙ। কিন্তু আকৃতিতে ভিন্ন। আগামী দিনে এই ধরনের প্রায় ৩,০০০ অ্যাপ ক্যাব চালু হতে পারে।

ট্যাক্সির গায়ে আঁকা থাকবে শহিদ মিনার ও হাওড়া ব্রিজের ছবি। কলকাতার ঐতিহ্যকে তুলে ধরতে দুই স্থাপত্যের ছবি ব্যবহার করা হচ্ছে।

যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বুক করা যাবে এই হেরিটেজ ট্যাক্সি। নামের সঙ্গেও রয়েছে হেরিটেজ শব্দটি। নয়া ট্যাক্সিতে সিট বেল্ট থাকবে। এয়ার ব্যাগও থাকবে। যাত্রী সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। সিএনজি ও পেট্রল উভয়ভাবেই চলবে। এই ক্যাবকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহিত শহরবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Yellow taxi

আরো দেখুন