সারেগামা-র মঞ্চে জয়ের পর কি পুরস্কার পেল আরাত্রিকা, জানেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত রবিবার শেষ হল সংগীতের মহামঞ্চ সারেগামা। জি-বাংলার সারেগামা দেখার জন্য সংগীত প্রেমীরা অপেক্ষায় থাকেন বরাবরই। এই রিয়েলিটি শো এর খ্যাতি যেন দিন দিন বেড়েই চলেছে। ২ মার্চ দর্শকদের ফলাফল জানিয়ে শেষ হলো সিজেন-৪। প্রতি সিজেনের ন্যায় এই সিজেনটিও ছিল মুগ্ধ করার মত পারফর্মেন্স। বাঁকুড়ার মেয়ে আরাত্রিকার জার্নি শুরু হয়েছিল স্বতন্ত্র গান গেয়ে। তার দাপুটে কণ্ঠ বরাবরই মুগ্ধ করেছে দর্শককূল সহ বিচারকদের।

তবে আরাত্রিকার অনুরাগীদের জন্য মন ভারাক্রান্ত করার মতন খবর, প্রথম তিনের মধ্যে নাম ছিলো না তার, তাও বিশেষ পুরস্কার পেয়েছে সে। সারেগামা-র মঞ্চে আরাত্রিকা একাধিকবার বলেছে, তার গানে হাতেখড়ি দাদু, বাবা এবং মা-র কাছে। আরাত্রিকার অনবদ্য পারফর্মেন্সের জন্য ‘কালিকাপ্রাসাদ’ অ্যাওয়ার্ড পায় সে এইদিন। ফাইনাল রাউন্ডে আরাত্রিকার কণ্ঠে শোনা যায় দুটি দেশাত্মবোধক গান ,’কদম কদম বাড়ায়ে যা’ এবং ‘ভারত ভাগ্য বিধাতা’।

হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর বড়োদের মধ্যে প্রথম হয়েছে দেয়াশিনী রায় এবং ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু মিশ্র। বোর্ডের মধ্যে দ্বিতীয় হয়েছে ময়ূরী ও সাই। তৃতীয় স্থান অধিকার করেছে সত্যজিৎ। ছোটদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ঐশী এবং অনীক।

বিচারক সহ দর্শককূলের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আপ্লুত বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। ইতিমধ্যে সারেগামা ফাইনাল এপিসোড প্রকাশ হবার পর শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে সমাজ মাধ্যমে।
