রাজ্য বিভাগে ফিরে যান

নির্বাচন কমিশনকে ভুল স্বীকার করতে হবে, ২৪ ঘন্টা সময়সীমা তৃণমূলের, অন্যথায় কী? দেখুন ভিডিও

March 3, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূতুড়ে ভোটার-কে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিল তৃণমূল কংগ্রেস। অন্যথায় তারা আরও প্রমাণ হাজির করবেন বলেও জানালেন তৃণমূল সাংসদেরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ-দলনেত্রী সাগরিকা ঘোষ এবং লোকসভার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

ডেরেকের অভিযোগ, নির্বাচন কমিশন ভুল যে হয়েছে তা স্বীকার করেছে কিন্তু ভুলটা স্বীকার করেনি। তিনি বলেন, “আমরা চাই কেবল রাজ্যের বাসিন্দারাই, ভোট দিন রাজ্যে। শুধুমাত্র বাংলার ভোটাররাই ভোট দিন বাংলায়। কিন্তু যদি ভোটারকে ভোট দিতে না দেওয়া হয়, একই এপিক নম্বরের কেউ তার ভোট দিয়ে যান, তাহলে তা বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ ফেবুয়ারি এই এপিক দুর্নীতির পর্দা ফাঁস করেন। ২ মার্চ, রবিবার সকাল আটটায় তৃণমূল সোমবার সাংবাদিক সম্মেলন করার কথা ঘোষণা করে। তারপরেই দুই ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন বিজ্ঞাপ্তি জারি করে। ডেরেকের প্রশ্ন, “তাহলে কে হাতেনাতে ধরা পড়ল?”

তিনি নির্বাচন কমিশনকে ২৪ ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেন, “আমরা বিনম্রভাবে বলছি ভুল মেনে নিন। যদি তা না হয় আগামীকাল, মঙ্গলবার ন’টার সময় আমরা নথি তুলে ধরব।” তৃণমূলের দাবি, মার্চ-এপ্রিল-মে মাসের মধ্যে ভোটার লিস্ট সাফাই করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Derek O'Brien, #tmc, #Sagarika Ghose, #Fake voters

আরো দেখুন