গোবিন্দা এবং স্ত্রী সুনীতার বিচ্ছেদে কি সিলমোহর পড়লো!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আশির দশকে সিনেমায় ডেবিউ দিয়ে প্রথম আত্মপ্রকাশ করেন গোবিন্দা। ১৯৮৬ সালে নিলাম সাথে ‘খুদ্গজ’ সিনেমায় জুটি বাঁধার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরবর্তী সময় নব্বইয়ের দশকে প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে ‘শোলে অর শবনম’ সিনেমাটি করার পর বলিউডে শোরগোল ফেলে দেয় গোবিন্দা। এক সময় ‘নম্বর ওয়ান’ বিশিষ্ট সিনেমা যেমন- ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘আন্টি নাম্বার ওয়ান’, ‘আনাড়ি নাম্বার ওয়ান’, ‘বেটি নাম্বার ওয়ান’ এবং ‘জোড়ি নাম্বার ওয়ান’ করায় তাঁর ডাকনাম ‘নম্বর ওয়ান’ হয়ে গেছিলো। তাঁর অ্যাকশন, কমেডি এবং রোম্যান্স সবটাই ছিল বাকিদের থেকে ভিন্ন। অভিনয়ের পাশাপাশি তাঁর মুক্তোর মতো উজ্জ্বল হাঁসি আট থেকে আশি সকলের মন জয় করে নিতো।

বলিউড ইন্ডাস্ট্রি সেই সময়ের হিরোদের মধ্যে সব থেকে লাজুক অভিনেতা ছিলেন তিনি, কিন্তু ‘লাইট -ক্যামেরা-অ্যাকশন’ বলার সাথে সাথে চরিত্রে বিভোর হয়ে পড়তেন তিনি। তাঁকে একাধিকবার দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে সবচেয়ে অসম্ভব কেও সম্ভব করে দেখিয়েছে গোবিন্দা, ‘ হাদ কার দি আপনে’ সিনেমায় সফলভাবে ছয়টি চরিত্রে অভিনয় করে। রাজু, রাজুর মা, রাজুর বাবা, রাজুর বোন, রাজুর দাদী এবং রাজুর দাদা, সত্যি তাঁর উদাহরণ তিনি নিজেই।

তাঁর অভিনয় দেখে প্রেমে পড়েছিলেন সুনিতা আহুজা। তাঁদের প্রেমকাহিনী সিনেমা থেকে কোন অংশে কম নয়। ধনী পরিবারের মেয়ে তখনকার সময় সাধারণ ছেলে গোবিন্দকে মন দিয়ে বসে। একাধিক সাক্ষাৎকারে শোনা যায় সুনীতা বলেন, তিনিই নাকি প্রথম প্রপোজ করেন গোবিন্দকে। পরবর্তীকালে প্রেমের সম্পর্ক বিয়ে দিকে এগালেও, দর্শকদের কাছে তাঁদের বৈবাহিক সম্পর্ক লুকিয়ে রেখেছিল তাঁরা। তবে সত্যি একদিন সামনে আসবেই। বর্তমানে তাঁদের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান আছে। তবে বর্তমানে কান পাতলে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের। হটাৎ তাঁদের এই সুখী পরিবারে কার নজর লাগলো? কথায় বলে ‘যা লটে তা কিছু না হলেও ঘটে”। তবে এখানে সবটাই গুঞ্জন এমনটাই জানিয়েছেন সুনীতা।

কাজের চাপে গোবিন্দা সুনীতা এক ছাদের তলায় না থাকলেও, দূরত্ব তাঁদের সম্পর্ক কোন দিন ভাঙ্গতে পারবে না এমনটাই এক সাক্ষাৎকারে বলেন তারকা স্ত্রী। অটুট থাকুক তাঁদের এই সম্পর্ক এবং ভালোবাসা।
২০০৭ সালে ডেভিড ধাওয়ানের কমেডি সিনেমা 'পার্টনার', অভিনয় করেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, এবং লারা দত্ত। এই সিনেমাটির মুক্তির প্রথম সপ্তাহে ভারতে মোট ৩০০ মিলিয়ন টাকা আয় করে।যা এক বিস্ময়কর রেকর্ড।