দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হাবড়ায় ‘ভূতুড়ে ভোটার’দের সংখ্যা উদ্বেগজনক বলে দাবি

March 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘ভূতুড়ে ভোটার’ খোঁজার কাজ শুরু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায়ও। এ নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা। সঙ্গে ছিলেন শহর তৃণমূলের সভাপতি সীতাংশু দাস ও হাবড়া ১ নম্বর ব্লকের সভাপতি জ্যোতি চক্রবর্তী। নারায়ণবাবু বলেন, দলনেত্রী ও বিধায়কের নির্দেশ মতো আমাদের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই অসংখ্য ভুয়ো ভোটারের হদিশ আমরা পেয়েছি। তালিকা তৈরি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা পেলে কত ভুয়ো ভোটার আছে, তা বলা যাবে। তবে, সংখ্যাটি যথেষ্ট উদ্বেগজনক বলেই দাবি চেয়ারম্যানের।

তাঁর কথায়, যে তথ্য আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে ওড়িশা সহ ভিন রাজ্যের ভোটাররা রয়েছেন। অনেকে এখানে কর্মসূত্রে এসে ভোটার কার্ড করেছেন। অনেকে বৃদ্ধ বয়সে ভোটার কার্ডে নাম তুলছেন। বুথভিত্তিক সমীক্ষায় দেখা গিয়েছে, অনেক ভোটারের অস্তিত্ব নেই। চেয়ারম্যান আরও বলেন, আমাদের বিধানসভা এলাকায় মোট ২৬১টি বুথ রয়েছে। এর মধ্যে মছলন্দপুরে অঞ্জনা পাল নামে এক ভোটারের ছবি পরিবর্তন করা হয়েছে। এই ধরনের গুচ্ছগুচ্ছ অভিযোগ রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Habra, #ghost voters

আরো দেখুন