রাজ্য বিভাগে ফিরে যান

ভূতুড়ে ভোটারে ছয়লাপ! সাগর ও কাকদ্বীপ বিধানসভার ভোটার তালিকা ঘিরে ঘনাচ্ছে রহস্য

March 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মারা গিয়েছেন ১০ বছর আগে কিন্তু তা সত্ত্বেও নাম রয়েছে ভোটার তালিকায়! আবার কারও কারও নাম দুই বিধানসভায় রয়েছে, এমন ভোটারের খোঁজও মিলেছে। আবার দেখা গিয়েছে, তালিকায় নাম রয়েছে, কিন্তু সংশ্লিষ্ট বিধানসভার বাসিন্দাই নয়। সাগর ও কাকদ্বীপ বিধানসভার ভোটার তালিকা নিয়ে এই ধরনের একাধিক অভিযোগ উঠেছে।

অভিযোগ, গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৫৯ নম্বর বুথে ৩০ থেকে ৩৫ জন মৃত ব্যক্তি এবং এলাকার বাসিন্দা নন, এমন ২০ থেকে ২৫ জনের নাম ভোটার লিস্টে রয়েছে। অনেক মৃত মানুষই ভোটার তালিকায় এখনও জীবিত। সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “ভোটার তালিকা স্ক্রুটিনি চলছে। মৃত ভোটারদের নাম অবিলম্বে যাতে বাদ দেওয়া হয়, সেই ব্যবস্থা করা হবে।”

কাকদ্বীপে হাজার খানেক ভুয়ো ভোটারের হদিশ মিলেছে বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় এক হাজার নাম পাওয়া গিয়েছে, যাঁরা সংশ্লিষ্ট বিধানসভার বাসিন্দাই নন

TwitterFacebookWhatsAppEmailShare

#Voters list, #Voters, #Fake voters, #ghost voters

আরো দেখুন