নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলন্ত অবস্থায় কাপলিং ভেঙে দু’ভাগ হয়ে গেল ওড়িশাগামী নন্দনকানন এক্সপ্রেস। যার জেরে ট্রেনের কামরাগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার উত্তরপ্রদেশের পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন থেকে কিছুটা দূরে চন্দৌলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ধীরগতিতে থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন যাত্রীরা। হতাহতের কোনও খবর মেলেনি।
ট্রেনটি দিল্লি থেকে পুরীর দিকে যাচ্ছিল। প্রায় তিন ঘণ্টা দেরিতে চলছিল ট্রেনটি। সোমবার রাতের দিকে চন্দৌলির কাছে ট্রেনের কাপলিং ভেঙে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় কামরাগুলি। পরে ক্ষতিগ্রস্ত এস ৪ ও এস ৫ কোচ দু’টিকে দীন দয়াল উপাধ্যায় জংশনে নিয়ে যাওয়া হয়। মেরামতির কাজ চলে। প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে