খাকি উর্দিতে মহারাজ সৌরভ গাঙ্গুলি? কলকাতায় Khakee-The Bengal Chapter-র প্রমোশনে প্রসেনজিৎ-জিৎ
ঋতম প্রামাণিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকালে ছিল ট্রেলর লঞ্চ ও বিকেলবেলায় কলকাতায় হয়ে গেল নীরজ পাণ্ডের ‘খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার’- প্রমোশন। গোটা স্টার কাস্ট প্রায় সবাই উপস্থিত ছিলেন। ছিলেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুপারস্টার জিৎ, চিত্রাঙ্গদা সিং, আদিল খান, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক।
‘খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার’-র ট্রেলর জুড়ে একটা উত্তেজনার আবহ। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক এবং শুধুই অ্যাকশন। জিৎকে বলতে শোনা গিয়েছে, ‘যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।’
বাঘ বন্দি খেলা সিনেমায় দুজনে থাকলেও মূলত দুটি আলাদা গল্পে প্রসেনজিৎ ও জিৎ অভিনয় করেছিলেন। নেটফ্লিক্স প্রথমবার দুজনকে একসঙ্গে পর্দায় নিয়ে আসছে।
এই সিরিজটি হিন্দিতেই আসছে যদিও বাংলা সংলাপ শোনা যাচ্ছে। আগামী ২০ মার্চ Netflix-এ মুক্তি পাচ্ছে খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার।

অন্যদিকে গুঞ্জন এই সিরিজে নাকি অভিনয় করতে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শুটিং করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়- পরনে খাকি উর্দি ও চোখে চশমা। নেটফ্লিক্স-র খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার-র জন্যই এবার এক প্রোমোশনাল ভিডিও শুট করলেন বাংলার মহারাজ।

সারাদিন জুড়ে কলকাতার ঐতিহ্য ট্রামেও প্রমোশন করলেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুপারস্টার জিৎ, চিত্রাঙ্গদা সিং, আদিল খান, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক।
