রাজ্য বিভাগে ফিরে যান

ভোটার তালিকার ভূত খুঁজতে জেলায় জেলায় কমিটি গঠনে স্থগিতাদেশ! কেন?

March 7, 2025 | < 1 min read

ভোটার তালিকায় নাম বাদ নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ভোটার তালিকার ভূত তাড়াতে তৃণমূল ভবনে বৈঠকে বসেছিল কোর কমিটি নেতৃত্ব। বৈঠকে প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এদিন রাতেই কমিটি গঠনে স্থগিতাদেশ জারি হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আজ, শুক্রবার প্রথমার্ধে স্থগিতাদেশের বিষয়ে নির্দেশিকা পাঠানো হবে।

কোর কমিটি গঠনে স্থগিতাদেশ জারি হল কেন? তৃণমূলের দলীয় সূত্রে জানা যাচ্ছে, কোর কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে দলনেত্রী ওয়াকিবহাল ছিলেন না। আরেকটি তত্ত্ব শোনা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে লোকসভা এবং বিধানসভার অধিবেশন রয়েছে। সে কারণে কোর কমিটিতে যদি সাংসদ, বিধায়কদের রাখা হয়, তাহলে তাঁরা সময় দেবেন কীভাবে? তাই কোর কমিটি পুনর্গঠন করা হবে।

ভোটার তালিকা সাফাইয়ের বিষয়টিকে দলনেত্রী খুবই গুরুত্ব দিচ্ছেন। গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভোটার তালিকার ভূত তাড়াতে কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। সেই কমিটিই বৈঠকে বসেছিল ৬ মার্চ। জেলাভিত্তিক কোর কমিটি গড়া হয় সেখানে। শাসকদলের মুখপত্রের সান্ধ্য সংস্করণে কোর কমিটি গঠনের খবরও প্রকাশিত হয়েছিল। রাতে সে সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে বলে খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Trinamool Congress, #Voters list, #Fake voters, #Voter list scrutiny

আরো দেখুন