ভুয়ো রেশন কার্ডের রমরমা! ডবল ইঞ্জিন রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির হদিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভুয়ো রেশন কার্ডের ছড়াছড়ি! বিজেপি শাসিত অরুণাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরা হোক, এনডিএ শাসিত সিকিম, মহারাষ্ট্র, বিহারে পাহাড় প্রমাণ রেশন দুর্নীতি হয়েছে। কোথাও ৭৮ শতাংশ রেশন কার্ড ভুয়ো, কোথাও আবার ৫৮ শতাংশই ভুয়ো রেশন কার্ড। এক নামে অন্য আলাদা আলাদা রাজ্যেও চলেছে রেশন কার্ড। হাজার হাজার অভিযোগ মেলার পর উদ্যোগ নিয়েছে গণবণ্টন মন্ত্রক। সংশ্লিষ্ট ডাবল ইঞ্জিন রাজ্যগুলির প্রতিনিধিদের দিল্লি ডেকে সম্প্রতি ভুল, ত্রুটি সংশোধন করে নেওয়ার নির্দেশ দিয়েছে গণবণ্টন মন্ত্রক। ভুয়ো রেশন কার্ড ধরতে গিয়ে প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হন, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ভুয়ো রেশন কার্ড বাছতে ই-কেওয়াইসি ব্যবস্থা চালু হয়েছে। উপভোক্তার আধারের সঙ্গে রেশন কার্ড নম্বরের সংযুক্তিকরণ করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে এই নিয়ে উদ্যোগ নেই বললেই চলে। দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ মাত্র ২৮ শতাংশ ই-কেওয়াইসি করেছে, ত্রিপুরা ২ শতাংশ, অসম, মহারাষ্ট্র মাত্র ১ শতাংশ। হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া তাও নয়! গুজরাতে ১৭ হাজার ৮৬১টি ভুয়ো কার্ডের খবর জেনেও সার্ভে হয়েছে মাত্র ১৫.৫৬ শতাংশ। অসমে ২৫ হাজার ২১২ কার্ড ডুপ্লিকেট। সমীক্ষা হয়েছে মাত্র ১৯.৪১ শতাংশ। ভুয়ো কার্ডের ক্ষেত্রে রেকর্ড করেছে বিহার ৫ লক্ষ ৯৮ হাজার ২৯০, হরিয়ানা ৫ লক্ষ ৮ হাজার ৬৭ এবং উত্তরপ্রদেশ ৩ লক্ষ ৪ হাজার ১৪০। সমীক্ষার পর অরুণাচলে ৭৮.২৮ শতাংশ ডুপ্লিকেট কার্ড বাতিল করার সুপারিশ করা হয়েছে। সিকিম ও মহারাষ্ট্রে তা যথাক্রমে ৬৮.৪ এবং ৫৮.১৬ শতাংশ। হরিয়ানায় ৫৩.১৮ শতাংশ, গোয়ায় ৪৪.৩৮ শতাংশ, রাজস্থানে ৪১.৫৩ শতাংশ, উত্তরাখণ্ডে ৩৮.৫৬ শতাংশ, অসমে ৩৫.৮৭ শতাংশ, ওড়িশায় ৩৯.৪৬ শতাংশ, ত্রিপুরায় ২৩.৮৮ শতাংশ এবং বিহারে ২১.৭০ শতাংশ ডুপ্লিকেট রেশন কার্ড বাতিলের নির্দেশ দিয়েছে মন্ত্রক।
রাজ্য হিসেবে একমাত্র বাংলাতেই ভুয়ো রেশন কার্ড ধরতে ১০০ শতাংশ ই-কেওয়াইসি করেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানিয়েছে, মমতা বন্দ্যেপাধ্যায়ের উদ্যোগে বাংলার আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে। ভুয়ো রেশন কার্ডের অভিযোগ থাকলেও ফিল্ড সার্ভেতে ৯৬ শতাংশ কার্ডই আসল বলে প্রমাণিত হয়েছে।