হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

কতদিন বন্ধ থাকবে মা উড়ালপুলের বাইপাসগামী রাস্তা?

March 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিদিন রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে মা উড়ালপুলের বাইপাসগামী রাস্তা। মেরামতের জন্যেই ফের বন্ধ করা হল মা উড়ালপুলের একাংশ। কাজ শেষ না হওয়া পর্যন্ত এমনই চলবে। উড়ালপুলের বাইপাসগামী ফ্ল্যাঙ্ক বন্ধ থাকার সময় সব যানবাহন পার্ক সার্কাস ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ, পি সি কানেক্টর হয়ে বাইপাসের দিকে যেতে পারবে।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মেরামতের কাজ। লালবাজার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কাজ শেষ না-হওয়া পর্যন্ত রাতে পাঁচ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে রাস্তা। তবে বিপরীতমুখী রাস্তাটি যানবাহন চলাচলের জন্য খোলা থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ma flyover, #Htkl, #Ma Uralpool

আরো দেখুন