রাজ্য বিভাগে ফিরে যান

ফিরল ২০২৪-র ভয়াবহ স্মৃতি, শুশুনিয়া পাহাড়ে আগুন! বিপন্ন বন্যপ্রাণ

March 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও আগুনের লেলিহান শিখা দেখা গেল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। পাহাড়ের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ফলে বন্যপ্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী এলাকাও। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান। ঝোপঝাড় ও গাছপালা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে বনকর্মীদের। এর আগে ২০২০ সালের এপ্রিলে আগুন লেগেছিল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। ২০২২ সালের মার্চ মাসেও একই ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের স্মৃতি সবচেয়ে ভয়াবহের ছিল। চারদিন লেগেছিল আগুন নেভাতে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে শুশুনিয়া পাহাড়ের একটা অংশে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লাগে যায়। আগুনের সেই লেলিহান শিখায় পাহাড়ে ধোঁয়ায় ঢেকে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে পাহাড়ের নানা অংশে। শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বনকর্মীরা। ব্লোয়ার দিয়ে পাহাড়ে পড়ে থাকা শুকনো পাতার স্তূপকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন।

বন্যপ্রাণ এবং ভেষজ উদ্ভিদ পুড়ে গিয়েছে আশঙ্কা করা হচ্ছে। ছাতনা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ধূমপায়ীদের জ্বলন্ত সিগারেট থেকে এই আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা যাচ্ছে। এছাড়াও কেউ বা কারা ইচ্ছে করেও আগুন লাগিয়ে দিতে পারে। এমন আশঙ্কা অমূলক নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #Susunia Pahar, #Accident, #Susunia

আরো দেখুন