খেলা বিভাগে ফিরে যান

ISL : নর্থ ইস্টের কাছে চার গোল খেয়ে মরশুমেও লজ্জার সমাপ্তি ইস্টবেঙ্গলের

March 8, 2025 | < 1 min read

আইএসএল স্বপ্ন ভেঙেছে। টুর্নামেন্টের শেষ ম্যাচেও ইস্টবেঙ্গলের সঙ্গী সেই হতাশা আর লজ্জাই। নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে গোলের মালা পরল লাল-হলুদ ব্রিগেড। নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-৪ গোলে হারল ইস্টবেঙ্গল। হারের পাশাপাশি লজ্জার রেকর্ড গড়ল লাল-হলুদ। চলতি মরসুমে ১০টি লাল কার্ড দেখেছেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। আইএসএলের একটি মরসুমে কোনও দল এত লাল কার্ড দেখেনি।

তবে আবারও রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হল ইস্টবেঙ্গল এফসি? এই প্রশ্নেই আপাতত উত্তাল গোটা ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার (৮ মার্চ) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল। কিন্তু, এই ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে লাল-হলুদ সমর্থকরা আপাতত ক্ষোভে ফুঁসছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#North east United, #East Bengal

আরো দেখুন