কলকাতা বিভাগে ফিরে যান

আশঙ্কার মেঘ ভারতের চাকরির বাজারে! বিপুল কর্মী ছাঁটাই তথ্যপ্রযুক্তি থেকে পরিষেবা, ভোগ্যপণ্য, রিটেল, ম্যানুফাকচারিং সেক্টরে

March 8, 2025 | < 1 min read

বিপুল কর্মী ছাঁটাই তথ্যপ্রযুক্তি থেকে পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালে ৩৮ হাজার তথ্য-প্রযুক্তি কর্মী ছাঁটা‌ই হয়েছে ভারতে। মোদী সরকার সবথেকে বেশি যে সেক্টরকে গুরুত্ব দিয়ে থাকেন এবং বিপুল কর্পোরেট করছাড় যারা পায়, সেই স্টার্ট-আপে প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। এহেন পরিসংখ্যান সবই নামজাদা বিভিন্ন কোম্পানির। আর্থিক সমীক্ষক সংস্থাগুলির কাছে সেব্যাপারে বিশদ তথ্য রয়েছে। এর বাইরেও বহু সংস্থায় হয়েছে কর্মী ছাঁটাই। ২০২৪ সালের মাঝামাঝি থেকে তথ্য-প্রযুক্তি থেকে পরিষেবা, ভোগ্যপণ্য, রিটেল, ম্যানুফাকচারিং ক্ষেত্রের বেশ কিছু সংস্থায় কখনও ৫০০, কখনও এক হাজার কর্মী কাজ খুইয়েছেন। সেই প্রবণতা গত নভেম্বর পর্যন্ত বজায় থাকে। নতুন বছর পড়তে না পড়তে আবারও সেই আশঙ্কার মেঘ ভারতের চাকরির বাজারে।

সব মিলিয়ে যা ইঙ্গিত, তাতে ভারতের এই কর্মী ছাঁটাই প্রবণতা আগামী আর্থিক বছর অর্থাৎ এপ্রিল মাস থেকেই জোরকদমে বাড়তে চলেছে। এর নেপথ্যে অন্যতম কারণ ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা বাণিজ্য যুদ্ধ। মার্কিন দেশে শেয়ার বাজারে ধস নামছে। বাড়ছে মূল্যবৃদ্ধির হার। আর সেই আবহকে আরও আতঙ্কিত করে মেটা, গুগল, আমাজনের মতো সংস্থাগুলি জানিয়েছে, পুনর্গঠন কর্মসূচির জন্য ফের কর্মী সংকোচন করবে। এরকম মোট ৫৪টি আন্তর্জাতিক সংস্থা এবং ভারতের ২৭টি সংস্থায় বড়সড় কর্মী সংকোচন প্রক্রিয়া শুরু হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#manufacturing sectors, #Goods, #retail, #IT Service

আরো দেখুন