খেলা বিভাগে ফিরে যান

গোয়াকে হারিয়ে ISL শিল্ড হাতে তুলে নিলেন দিমিত্রি-ম্যাকলারেনররা, যুবভারতীতে উৎসবে মাতলেন সবুজ-মেরুন সমর্থকরা

March 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিগ শিল্ড আগেই জেতা হয়ে গিয়েছে মোহনবাগানের। আজ আইএসএলের লিগের ম্যাচ বাগানের কাছে নেহাৎ-ই ছিল নিয়মরক্ষার। এই পরিস্থিতিতে শনিবার যুবভারতীয় এফসি গোয়ার মুখোমুখি হয়ে ২-০ গোলে জিতল সবুজ-মেরুন ব্রিগেড।

শনিবার টানেল দিয়ে ফুটবলারেরা বেরিয়ে আসার সময় যুবভারতীর দর্শকাসনের বিভিন্ন কোনা থেকে নামল একের পর এক টিফো। কোনওটায় মোহনবাগান ফুটবলারদের ছবি দিয়ে লেখা ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’। কোনওটায় শুভাশিস বসুকে সোনার বল দেওয়ার দাবি। আবার কোথাও ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে লেখা, ‘নিজে যাকে সেরা বলে সেরা সে নয়, দেশ যাকে সেরা বলে সেরা সেই হয়’। শনিবার যুবভারতীতে মোহনবাগানের আনুষ্ঠানিক শিল্ড-জয়ের এমনই বিভিন্ন দৃশ্যে ভরা থাকল।

আজ দেশের নানা প্রান্ত থেকে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন, প্রিয় দলের জয় দেখতে। ভিড়ে ঠাসা যুবভারতীকে হতাশ করলেন না মনবীর সিংরা। লিগের শেষ ম্যাচেও এফসি গোয়াকে হারাল মোহনবাগান। প্রথম ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে ১০০০ পয়েন্ট পাওয়ার নজিরও গড়ে ফেললেন গ্রেগ স্টুয়ার্টরা।

ওড়িশা ম্যাচে লিগ-শিল্ড নিশ্চিত হতেই গ্যালারি থেকে দর্শকদের আনা কৃত্রিম শিল্ড নিয়ে যুবভারতীতে উৎসব পালন করেন দিমিত্রি-ম্যাকলারেনরা। কিন্তু শনিবার ম্যাচের পর ফুটবলারদের হাতে উঠবে আইএসএলের সত্যিকারের শিল্ড। টানা দ্বিতীয়বার শিল্ডের রং হবে সবুজ-মেরুন। তাই ম্যাচের আগে থেকেই উৎসবে মাতোয়ারা যুবভারতীর গ্যালারি। এমন আনন্দের দিনে কি ম্যাচ হারা যায়? সম্ভবত সেই কথা ভেবেই মাঠে নেমে দুরন্ত খেলল মোহনবাগান। ২-০ হারাল গোয়াকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #Mohun Bagan

আরো দেখুন