উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে প্রাকৃতিক দূর্যোগ নিয়ন্ত্রণে প্রায় ৩৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

March 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নবান্ন সূত্রে খবর,চলতি ২০২৫-’২৬ অর্থবর্ষে রাজ্যজুড়ে বর্ষার আগে দুর্যোগ রোধে আগাম প্রস্তুতির জন্য মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে দপ্তর। যার মধ্যে উত্তরবঙ্গের পেয়েছে ৩৮ কোটি ৭০ লক্ষ টাকা। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই টাকায় নদী ভাঙন রোধে বোল্ডার, নেটের তারজালি, বাঁশ ইত্যাদি বিভিন্ন জিনিস মজুত করতে বলা হয়েছে।

বৃষ্টির জমা জল তাড়াতাড়ি বের করার জন্য স্লুইস গেটগুলিকে পরিষ্কার করে রাখার নির্দেশ সেচ দপ্তরের। নদীবাঁধে রেইনকাট মেরামত, নদীতট ও সেচখালগুলিকেও পরিষ্কার নির্দেশ দেওয়া আছে।

মোট ৮টি জেলার জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। মালদহে গঙ্গা নদীর ভাঙন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় তিস্তা নদীর ভাঙন রোধেও অর্থ বরাদ্দ করেছে সেচ দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #North Bengal, #Allotment, #Disaster management

আরো দেখুন