মরুদেশে মহারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার টিম ইন্ডিয়া নামছে ট্রফি জয়ের যুদ্ধে। প্রতিপক্ষ কিউইরা। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারিয়েছেন রোহিতরা। সেমি-ফাইনালে গৌতম গম্ভীরের ছাত্ররা অজিদেরও হারিয়েছে।
দুই দলের স্পিনারের সংখ্যা কম নয়। ঘূর্ণির লড়াই হবে আজ। তাবড় ব্যাটাররা রয়েছেন দুই শিবিরে। তুখোড় ফিল্ডিং তো আছেই! তবে ভারতের শক্তি ব্যাটিং, আট নম্বর পর্যন্ত ব্যাটার। প্রত্যেকেই ফর্মে। অধিনায়ক রোহিত যদিও বড় রান পাননি। শুভমান গিলও শেষ দুই ম্যাচে দশের গণ্ডি পেরোননি। তাঁদের অনুপস্থিতিতে দাঁড়াচ্ছেন কোহলি, ম্যাচ জিতিয়ে তবে ফিরছেন। চাপের মুখে রান পেয়েছেন শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা।
শিশির না পড়ায় টস অবশ্য গুরুত্বপূর্ণ নয়। তবে নিউজিল্যান্ড চাইবে, প্রথমে ব্যাট করে ভারতের ঘাড়ে পাহাড় প্রমাণ রানের বোঝা চাপাতে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন সদ্য সেমি-ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছেন। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার শতরান করেছেন রাচীনও। ড্যারিল মিচেল, টম লাথাম, ফিলিপসদের উপস্থিতিতে কিউই মিডল অর্ডারও শক্ত।
২৫ বছর আগে নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই সৌরভ গাঙ্গুলির ভারতকে হারিয়েছিলেন ক্রিস কেয়ার্নসের নিউজিল্যান্ড। ম্যাঞ্চেস্টারে ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালেও ভারত ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে। ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কিউইরা বিরাট কোহলি বাহিনীকে হারিয়েছিল। সম্প্রতি ঘরের মাঠে ভারতকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। বদলার ফাইনাল জিততে মরিয়া ভারত। আজ খেলা শুরু দুপুর আড়াইটা থেকে। দৃষ্টিভঙ্গির ফেভারিট ভারত।