আজ ফাইনালে কিউই বধে ভারতের সেরা অস্ত্র হয়ে উঠতে পারে ঘূর্ণি!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবাসরীয় মহারণ কার্যত ‘ব্যাটল অব স্পিন’! ঘূর্ণির যাদু দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। স্পিনে কিউইদের থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। দুবাইয়ের মন্থর বাইশ গজে চার স্পিনার খেলানো হয়ে উঠেছে গম্ভীরের মাস্টারস্ট্রোক। ঘূর্ণির প্যাঁচে আত্মসমর্পন করছে বিপক্ষ। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, রিস্ট স্পিনার কুলদীপ যাদব দারুণ ছন্দে। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজারা চাপ বাড়ান প্রতিপক্ষ ব্যাটারের উপর। চার স্পিনারের শিকার করেছেন ২৫ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পিনারদের ৪০ ওভারই রোহিতের সেরা অস্ত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণার পর অনেকেই চমকে উঠেছিলেন। ১৫ জনের দলে ৫ জন স্পিনার! শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁকে কঠিন সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। ভুল প্রমাণিত হয়েছেন নিন্দুকেরা। দুবাইয়ের পিচ সম্পর্কে যে সব তথ্য জোগাড় করেছিলেন, তার ভিত্তিতেই দল গঠন ও রণকৌশল সাজিয়েছেন গৌতম। গ্রুপের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার খেলিয়ে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া। কিউইদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। হয়েছিলেন ম্যাচের সেরা।
আজ যে পিচে খেলা, তাতে স্পিনারদের প্রাধান্য থাকার সম্ভাবনা বেশি। দুবাইয়ে গরম বাড়ছে। উইকেট খুব দ্রুত ভাঙবে। ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন স্পিনাররাই। তুরুপের তাস হবেন বরুণই। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা সঙ্গত করলেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামাতে পারে।