খেলা বিভাগে ফিরে যান

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি জয় টিম ইন্ডিয়ার

March 9, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলে একটি বদল হলেও ভারতীয় দলে অপরিবর্তিত রয়েছে।

টসে জিতে ব্যাট করতে নেমে ৬৩ রান করেন মিচেল। ব্রেসওয়েল ৫৩ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ ও কুলদীপ। একটি করে উইকেট নেন শামি ও জাদেজা। ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে নিউজিল্যান্ড। জয়ের জন্য ভারতের দরকার ২৫২ রান।

Live Update:

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি জয় টিম ইন্ডিয়ার

আউট পাণ্ডিয়া, ৪৭.৩ ওভারে ভারত ২৪১/৬

১৮ বলে ১২ রান প্রয়োজন, ৪৭ ওভারে ভারত ২৪০/৫

৪৬ ওভারে ভারত ২৩১/৫

আউট অক্ষর, ৪১.৩ ওভারে ভারত ২০৩/৫

৪১ ওভারে ভারত ২০১/৪

৪৮ রান করে আউট শ্রেয়স, ৩৮.৩ ওভারে ভারত ১৮৩/৪

৩৭ ওভারে ভারত ১৭৬/৩

৩৫.১ ওভারে ভারত ১৬১/৩

৩০.১ ওভারে ভারত ১৩৭/৩

৭৬ রান করে আউট রোহিত, ২৬.১ ওভারে ভারত ১২২/৩

২৫ ওভারে ভারত ১২২/২

২৩ ওভারে ভারত ১১৭/২

আউট কোহলি, ১৯ ওভারে ভারত ১০৬/২

৩১ রান করে আউট গিল, ১৮.২ ওভারে ভারত ১০৫/১

১৮.১ ওভারে ভারত ১০৫/০

১২ ওভারে ভারত ৭১/০

রোহিতের ৫০, ১০.১ ওভারে ভারত ৬৫/০

১০ ওভারে ভারত ৬৪/০, জয়ের জন্য দরকার আরও ১৮৮ রান

৫.৪ ওভারে ভারত ৩৭/০

৫০ ওভারে নিউজিল্যান্ড ২৫১/৭

সপ্তম উইকেটের পতন, ৪৯ ওভারে নিউজিল্যান্ড ২৩৮/৭

৪৮.৩ ওভারে নিউজিল্যান্ড ২৩৬/৬

৪৫.৩ ওভারে নিউজিল্যান্ড ২১১/৫

৪০ ওভারে নিউজিল্যান্ড ১৭২/৫

৩৪ রান করে বরুণের বলে আউট ফিলিপস, ৩৮.১ ওভারে নিউজিল্যান্ড ১৬৬/৫

৩৬.৪ ওভারে নিউজিল্যান্ড ১৬০/৪

৩০ ওভারে নিউজিল্যান্ড ১৩৫/৪

২৫ ওভারে নিউজিল্যান্ড ১১৪/৪

জাদেজার বলে আউট ল্যাথাম, ২৩.২ ওভারে নিউজিল্যান্ড ১০৮/৪

২১ ওভারে নিউজিল্যান্ড ১০২/৩

১৫ ওভারে নিউজিল্যান্ড ৮৩/৩

আউট উইলিয়ামসন, ১২.২ ওভারে নিউজিল্যান্ড ৭৫/৩। কুলদীপের ২টি উইকেট।

আউট রবীন্দ্র, নিউজিল্যান্ড ৬৯/২

প্রথম ধাক্কা বরুণের, ৮ ওভারে নিউজিল্যান্ড ৫৭/১

৫.১ওভারে নিউজিল্যান্ড ৪৩/০

মাঠে নামলেন দুই দলের খেলোয়াড়রা।

ম্যাচ শুরুর আগে ভারত ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা গাইলেন নিজেদের জাতীয় সঙ্গীত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Champions trophy, #Champions trophy final, #India, #New Zealand

আরো দেখুন