সাইবার অপরাধীদের টেক্কা দিতে কী পদক্ষেপ লালবাজারের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রযুক্তি যত উন্নত হচ্ছে, দিন দিন তার অপব্যবহারও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ক্রমবর্ধমান সাইবার অপরাধে জেরবার সমাজ। আন্তর্জাতিক নারী দিবসে সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল মনোজ বর্মা জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আরও শক্তপোক্ত করতে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে। সাইবার অপরাধ বিভাগে ডিসির উপর আসছে আরও দুটি পদ, যুগ্ম কমিশনার (সাইবার) এবং যুগ্ম কমিশনার (আইন)।
সাম্প্রতিক সময়ে, ভারচুয়াল জগতে অপরাধ বাড়ছে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার হচ্ছেন মহিলারা। তা রুখতেই নতুন পদক্ষেপ। সাইবার শাখার কাজ আরও বাড়ছে। জয়েন্ট সিপি (সাইবার) এবং জয়েন্ট সিপি (লিগাল) এই দুটি নতুন পদ তৈরি হচ্ছে। আশা করা হচ্ছে, মন্ত্রিসভার আগামী বৈঠকে পদ দুটির অনুমোদন হয়ে যাবে। আইনি উপদেশের জন্য জয়েন্ট সিপি (লিগাল) পদটি তৈরি হচ্ছে। অপরাধের শিকার হওয়া থেকে বাঁচতে উপযুক্ত পরামর্শ পাবেন মহিলারা।