নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভুয়ো ভোটার ধরতে আলিপুরদুয়ার জেলায় সোমবার থেকে তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে। দলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক নিজে কুমারগ্রাম বিধানসভার বারবিশায় সভা করে বাড়ি বাড়ি ঘুরে গিয়েছেন। আলিপুরদুয়ারে মিলল ৭৩ জন ভূতুড়ে ভোটার। যা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। উল্টে তাদের অভিযোগ, বিজেপি করা হয় বলে ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ প্রকাশ চিক বরাইক জেলাজুড়ে বিএলও ও কোর কমিটি গঠনের নিদান দেন। সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, “আলিপুরদুয়ারে ৭৩ জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। এক এপিক কার্ড দিয়ে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে তাদের ভোটার তালিকায় নাম উঠেছে। বিজেপি এই সকল ভূতুড়ে ভোটার ঢুকিয়ে জিতছে চাইছে।”