রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুর গড়ে ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার BJP বিধায়ক তাপসী মন্ডল

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হলদিয়ার BJP বিধায়ক তাপসী মন্ডল, যিনি ২০১৬ সাল থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) টিকিটে হিসাবে নির্বাচিত হন, কিন্তু পরে ২০২০ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, এবার দলবদল করে যোগ দিলেন তৃণমূলে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে আসনটি থেকে জেতেন।

উল্লেখ্য, কিছু দিন আগে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল বনাম বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতানৈক্যের ছবি সামনে উঠে এসেছিল। এ বার হলদিয়ার বিধায়কের এক চিঠিকে সামনে রেখে তরজা আরও প্রকট। ফেব্রুয়ারি মাসে শ্রমিক নিয়োগ নিয়ে বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস-র দাবি, বিধায়কের এই পদক্ষেপ আসলে শ্রমিকদের বিষয়ে জোর খাটানো। শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ জানানোর কথাও জানিয়েছে তারা। পাল্টা তাপসীর দাবি, তিনি শিল্পাঞ্চলের জনপ্রতিনিধি। শ্রমিক স্বার্থ নিয়ে তাঁকে তো ভাবতেই হবে। ‍ওই সময় থেকেই মনে করা হচ্ছিল তাপসী দেবীর সঙ্গে বিজেপি’র দূরত্ব বাড়ছে। তার জেরেই কি এরকম পদক্ষেপ নিতে পারে হলদিয়ার বিধায়ক, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #BJP MLA, #Haldia, #Tapasi Mondal

আরো দেখুন