রাজ্য বিভাগে ফিরে যান

এবার থেকে ঘরে বসেই মিলবে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে ঘরে বসেই মিলবে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’। অর্থাৎ অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে দলিল নেওয়ার দিন শেষ।

জানা যাচ্ছে এবার আর অফলাইন নয়, যুগের সাথে তাল মিলিয়ে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’ মিলবে শুধুই অনলাইনে। ফলে এতদিন যে এক শ্রেণির দালাল চক্র চলছিল তার খেল খতম। বর্তমানে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’ অনলাইন থেকে ডাউনলোড করা যায়। তবে অরিজিনাল হার্ড কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রশিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয়।

এই প্রক্রিয়ায় সময়-পরিশ্রম-অর্থ, এই তিনটিই খরচ হয়। তবে রাজ্যের সিদ্ধান্ত এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফায়েড কপি পাবেন জমি-বাড়ির মালিকরা। কোনও সম্পত্তি যদি একাধিক ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে মূল দলিল থাকে একজনের কাছে। বাকিদের কাছে থাকে সার্টিফায়েড কপি। জানা যাচ্ছে সার্টিফায়েড কপি তোলার সরকারি খরচ সবমিলিয়ে মোটামুটি ১৫০ থেকে ২০০ টাকা। সেখানে এক শ্রেণীর দালাল আবেদনকারীদের থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এবার সেই সমস্যা দূর হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #Certified Copy, #land-house

আরো দেখুন