দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে, চালু হল পুলিশ ক্যাম্প

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির। এই মন্দিরের উদ্বোধন ঘিরে দিঘা শহর এখন সাজ সাজ রব। জগন্নাথধাম উদ্বোধন এবং তার পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় সামাল দেওয়া, নিরাপত্তা ও নজরদারিতে বিশেষভাবে জোর দিচ্ছে জেলা পুলিস। তারই অঙ্গ হিসেবে নির্মীয়মাণ জগন্নাথধামের পাশে সম্প্রতি জেলা পরিষদের গেস্টহাউসে পুলিস ক্যাম্প চালু করা হল। আপাতত দু’জন এএসআই ও ১১ জন কনস্টেবলকে সেখানে নিযুক্ত করা হয়েছে। মূলত জগন্নাথধামের ভিতরে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকছেন ওই পুলিসকর্মীরা। এর আগে গতবছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথধাম নির্মাণের কাজকর্ম পরিদর্শনে এসে পাশেই অবস্থিত ওই গেস্টহাউসে পুলিস ক্যাম্প চালু করার কথা বলে গিয়েছিলেন। ভিড় নিয়ন্ত্রণ, নজরদারি, দর্শনার্থীদের নিরাপত্তা, সর্বোপরি তাঁরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেকথা মাথায় রেখে এই ক্যাম্প তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন তিনি।
এই পুলিশ ক্যাম্পে এখন দু’জন এএসআই এবং ১১ জন কনস্টেবলকে নিযুক্ত করা হয়েছে। দিঘা থানা থাকলেও এই ক্যাম্পের বিশেষ প্রয়োজন ছিল নিরাপত্তার স্বার্থে। জগন্নাথ মন্দিরের ভিতরে এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ওই পুলিশ কর্মীরা।
ডিএসপি (ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পুলিস ক্যাম্পটি চালু করা হয়েছে। কয়েকদিন আগেই মন্দির এলাকার নিরাপত্তা সহ সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আসেন ডিজি রাজীব কুমারের নেতৃত্বে উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা। তাঁরা সবকিছু ঘুরে দেখার পাশাপাশি পুলিস ক্যাম্প সম্পর্কেও খোঁজখবর নেন। তবে গেস্টহাউসটি এখনই জেলা পুলিসকে হস্তান্তর করা হয়নি। কবে হবে, সেই খবর পুলিস কর্তাদের কাছে নেই। জেলা পরিষদ ২০১৭ সালে গেস্টহাউসটি নির্মাণের কাজ শুরু করেছিল। যদিও তা এখনও অসম্পূর্ণ অবস্থাতেই রয়েছে। আপাতত সেখানে পুলিস ক্যাম্প চালু হল।