‘ভূতুড়ে’ EPIC সহ একাধিক ইস্যুতে উত্তাল সংসদ, ওয়াকআউট তৃণমূলসহ বিরোধী সাংসদদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে উত্তাল সংসদ। ‘ভূতুড়ে’ ভোটার সহ একাধিক ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল সাংসদদের সেই দাবিকে সমর্থন জানালেন কংগ্রেসের রাহুল গান্ধী। সোমবার সংসদের অধিবেশন চলাকালীন ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে ওয়াকআউট করেন তৃণমূল-কংগ্রেসসহ বিরোধী সাংসদরা। সূত্রের খবর, আগামী মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যাবেন তৃণমূলের লোকসভার মুখ্য আহ্বায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল।
একনজরে দেখে নিন আজ দিনভর সংসদে কী কী বললেন তৃণমূল সাংসদরা
লোকসভা
১. এদিন লোকসভার সাংসদ সৌগত রায় জিরো আওয়ারে রাজ্যজুড়ে EPIC ভোটার আইডেন্টিটি কার্ডের নম্বরে বড়-অঙ্কের নকল প্রসঙ্গে উল্লেখ করেছেন।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে।
২. লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল বিল অফ লেডিং বিল, ২০২৪ নিয়ে বক্তব্য রাখেন। একই বিষয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে সাংসদ সৌগত রায়কেও।
রাজ্যসভা
১। প্রতিরক্ষা মন্ত্রক কেন প্রতিবন্ধী পেনশনের বিষয়ে প্রবীণদের পক্ষে এবং পেনশনভোগীদের জন্য SPARSH পোর্টাল ব্যবহারকারীদের চাহিদা পূরণ করার বিষয়ে সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনালের রায়কে প্রায়ই চ্যালেঞ্জ করে, এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
২। প্রতিবেশী দেশের সাথে গঙ্গার জলের অবৈজ্ঞানিক বণ্টন, বিশেষত সীমান্তবর্তী জেলাগুলি মালদা, মুর্শিদাবন্দ, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা প্রভাবিত করছে, এ বিষয়ে বাংলায় জলের আর্সেনিক দূষণ মোকাবিলায় সরকার কী কী চেষ্টা করেছে? সে সম্পর্কে প্রশ্ন করেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
৩। ভারতে MRO এবং বিমানের উপাদান উৎপাদনের প্রচারের জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে প্রশ্ন তোলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।
৪। রেলওয়ে (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
৫। রেলওয়ে (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক।