বিনোদন বিভাগে ফিরে যান

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে মার্টিন গ্যারিক্স, নিছক আড্ডা নাকি কোনও যুগলবন্দী?

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এড শিরানের পর জিয়াগঞ্জে এলেন মার্টিন গ্যারিক্স। সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলেন অরিজিৎ সিং ও মার্টিন গ্যারিক্স।

সেই ভিডিওতেই দেখা গেল, অরিজিৎ সিংয়ের বাড়ির সোফায় বসে গান করছেন মার্টিন গ্যারিক্স। অরিজিৎ এবং মার্টিন একে অপরকে আলিঙ্গন করতেও দেখা গেল সঙ্গে হাসিঠাট্টা মজে রইল দুজন। কি কারণে জিয়াগঞ্জে এসছেন মার্টিন গ্যারিক্স? সূত্রের খবর, একসঙ্গে অরিজিৎ সিং এবং মার্টিন গ্যারিক্স ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ দোভাষী গানের উপর কাজ করছেন। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে গানটি।

এই খবরগুলো জানার পর উচ্ছ্বসিত অরিজিৎ সিংয়ের ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#jiaganj, #Arijit Singh, #Martin garrix

আরো দেখুন