কলকাতা বিভাগে ফিরে যান

রাম-বাম জোট করেও শেষ রক্ষা হল না, রাজ্যে ৩ সমবায় সমিতির ভোটেই বড় জয় পেল তৃণমূল

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাম-বাম জোট করেও শেষ রক্ষা হল না সৌমেন্দু অধিকারীর লোকসভা কেন্দ্র ভগবানপুরে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন প্রতিনিধি নির্বাচন ছিল। নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস। শুধু এখানেই নয়, পশ্চিম মেদিনীপুরের ডেবরার হরিনারায়ণপুরে জয়ী শাসক শিবির। টানা ৪০ বছর পর এককভাবে জয়নগরের বহড়ু সমবায় সমিতিতে জয়ী তৃণমূল। সবুজ আবির মেখে জয়ের আনন্দে শামিল দলীয় কর্মী-সমর্থকরা।

ভগবানপুরের নির্বাচন ঘিরে উত্তেজনা ছিলো চোখে পড়ার মতন। অশান্তির আঁচ পড়তে পারে ভেবেই পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ছিল কড়া। এই সমিতির মোট আসন হল ৫১টি। যতই বেলা বেড়েছে ততই যেন উত্তাপ বেড়েছে এই সমিতির নির্বাচন ঘিরে। বেলা ৪টায় শুরু হয় ভোট গণনা। তার ফলাফল আসতেই শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিতরা ৪৪ টি আসন জয়লাভ করে আর বিজেপি ৭টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সমিতির মোট ভোটার ১হাজার ২৭৬টি। ভোট পড়েছে ১০০০ কিছু বেশি।

এদিকে, ডেবরার হরিনারায়ণপুরে সমবায় ভোটেও জয়ী তৃণমূল। ওই সমবায় সমিতিতে মোট আসন ৪১টি। তার মধ্যে ২১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির। রবিবার বাকি আসনগুলিতে ছিল ভোটাভুটি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু সমবায় ভোটে বিপুল জয় শাসক শিবিরের। ৪৯ আসনেই জয়ী তৃণমূল। ৪০ বছর পর এককভাবে ক্ষমতায় শাসক শিবিরের। উল্লেখ্য, আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে একের পর এক সমবায় দখলে স্বাভাবিকভাবেই যেন নতুন করে অক্সিজেন পাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tmc, #Co-operative Societies

আরো দেখুন