রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় রিপোর্ট বলছে অসংগঠিত ছোট-মাঝারি উৎপাদন শিল্পে শীর্ষে বাংলা

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ‘ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস’ একটি সমীক্ষা করেছে। দেশের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার উপর করা সেই বার্ষিক সমীক্ষায় ছোট-মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই শীর্ষে। একথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, অসংগঠিত ক্ষেত্রের ছোট-মাঝারি উৎপাদন শিল্পে গোটা দেশে বাংলার অবদানই সবচেয়ে বেশি। মোট উৎপাদিত পণ্যের ১৬.০২ শতাংশ আসে বাংলা থেকে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। শুধু উৎপাদন শিল্পেই নয়, ‘অন্যান্য পরিষেবা’তেও বাংলা প্রথমে (১৩.০৯ শতাংশ)। শুধু তা-ই নয়, উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় শ্রমিকদের অংশগ্রহণেও বাংলা শীর্ষে। রাজ্যে শ্রমিকদের অংশগ্রহণের হার ১৩.৮১ শতাংশ, যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সমীক্ষা প্রমাণ করল, আমাদের রাজ্যের মহিলারা অসাধারণ কাজ করছেন।

এই সমীক্ষার গুরুত্বপূর্ণ অংশগুলি মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। সেগুলি হল-

১. “উৎপাদন উদ্যোগ”-এ নিযুক্ত কর্মীর সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে (১৩.৮১%)।

২. সর্বভারতীয় পর্যায়ে, পশ্চিমবঙ্গে “উৎপাদন” উদ্যোগের সর্বাধিক শতাংশ (১৬.০২%) এবং ‘অন্যান্য পরিষেবা’র ক্ষেত্রেও রাজ্যের (১৩.০৯%) ভাগ রয়েছে।

৩. দেশের মহিলা প্রধান প্রতিষ্ঠানের সর্বোচ্চ শতাংশ (৩৬.৪%) পশ্চিমবঙ্গে রয়েছে।

৪. অসংগঠিত ক্ষেত্রে মহিলা কর্মীদের অংশগ্রহণেও এগিয়ে বাংলা (১২.৭৩%)।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #MSME, #Government of India, #manufacturing industries

আরো দেখুন