পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পরই ভূপেশ বাঘেলের বাড়িতে ED

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবগারি দুর্নীতি মামলার তদন্তে এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পুত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সোমবার সকালে ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইয়ে বাঘেলের বাড়ি সহ পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। এই ঘটনায় নতুন করে অস্বস্তিতে পড়েছেন কংগ্রেসের এই নেতা। গোটা বিষয়টিকেই ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বাঘেল। এদিন ইডি হানার খবর পেয়ে ভিলাইয়ে বাঘেলের বাড়ির বাইরে ভিড় জমান কংগ্রেসের নেতা-কর্মীরা। তদন্তকারীরা বাড়ি ছেড়ে বেরতেই তাদের উপরে চড়াও হওয়ার ইভযোগ উঠেছে বাঘেল অনুগামীদের বিরুদ্ধে।
কয়েক মাস আগে বেটিং মামলায় নাম জড়িয়েছিল ভূপেশ বাঘেলের। এবার কোটি কোটি টাকার আবগারি কেলেঙ্কারির অভিযোগে ছেলে চৈতন্য বাঘেলের উপর চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, অর্থ তছরুপ প্রতিরোধ আইনে চৈতন্য সহ আরও কয়েকজনের বাড়িতেও এদিন তল্লাশি চলে। সেই খবর ছড়াতেই বাঘেলের বাড়ির বাইরে হাজির হন তাঁর অনুগামীরা।
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল সদ্য পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন। তিনি বলেন, ‘যদি কেউ ভাবেন, চক্রান্ত করে পাঞ্জাবে কংগ্রেসকে আটকানো যাবে, তাহলে তাঁরা ভুল করছেন।’
ছত্তিশগড়ের আবগারি দুর্নীতি মামলার তদন্তে ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইডি। ধৃতদের তালিকায় রয়েছেন রাজ্যের বেশ কয়েকজন সরকারি আধিকারিক এবং ব্যবসায়ী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে জানিয়েছিল, ছত্তিশগড়ের আবগারি দুর্নীতির ফলে রাজ্যের কোষাগারে ব্যাপক ক্ষতি হয়েছে বলে সন্দেহ করছে তারা। ইডির সন্দেহ, ২১০০ কোটি টাকারও বেশি অঙ্কের তছরুপ হয়েছে এবং সেই অপরাধের টাকা গিয়েছে আবগারি সিন্ডিকেট-এর সুবিধাভোগীদের পকেটে।