নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘আলিগড়’, ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’, ‘ডেসপ্যাচ’-এর মতো একাধিক প্রজেক্টে কাজ করে মনোজ বাজপেয়ী প্রমাণ করেছেন তিনি বাস্তবধর্মী ছবিতে অভিনয় করতেই স্বচ্ছন্দ বোধ করেন।
Peeping Moon Exclusive: #ManojBajpayee to play Inspector Zende who nabbed Charles Sobhraj twice in Netflix thriller
ফের আরও একটি বাস্তবধর্মী প্রজেক্টে দেখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের থ্রিলার ঘরানার ‘ইন্সপেক্টর জেন্ডে’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবির চিত্রনাট্যও বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। শোনা যাচ্ছে, মুম্বইয়ের পুলিস আধিকারিক মধুকর জেন্ডের চরিত্রে দেখা যাবে মনোজকে। চার দশকের কেরিয়ারে একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন এই পুলিস আধিকারিক। তার মধ্যে সবচেয়ে চর্চিত সিরিয়াল কিলার চার্লস সোভরাজকে ধরা। একবার নয়, দু’বার এই কাজ করেছিলেন মধুকর। এই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলবেন মনোজ।